মোঃ রিফাত আলী, দেওয়ানগঞ্জ থেকে:
জামালপুরের বকশীগঞ্জে ঢাকাগামী নাবিল পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৮শ গ্রাম গাঁজা সহ আবু হাসেম (৩৪) নামে এক যুবককে আটক করেছে বকশিগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বকশীগঞ্জ চৌরাস্তা মোড়ে রৌমারী থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করেন।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশ আগে থেকেই বটতলা চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। নাবিল পরিবহন নামের বাসটি চৌরাস্তা মোড়ে পৌঁছলে তল্লাশি চালানো হয়। এসময় আবু হাসেমের একটি ব্যাগে ৩ কেজি ৮শ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে আবু হাসেমকে আটক করা হয়।
গাঁজা পাচারকারী আবু হাসেমের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আলগাচর গ্রামে।
এঘটনায় বকশীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের শেষে আটককৃত আবু হাসেমকে জামালপুর কোর্টে পেরণ করা হয়েছে।