আলমগীর হোসাইন,
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বিশ্ব শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াল্ড কনসান বাংলাদেশের প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রমনা ইউনিয়নের বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ভবিষ্যতের কথা শুনুন এই স্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড কনসান বাংলাদেশের প্রজেক্ট অফিসার মোঃ আব্দুল মালেক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, চিলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, বেপারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন প্রমুখ। পরে শিশুদের পরিবেশনায় মনোগো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।