বুধবার , ফেব্রুয়ারি ১৯ ২০২৫
Home / সারা দেশ / *** বন্যায় কোন দুর্ভোগ থাকবে না,কোন আতংক নয়-কুড়িগ্রামে ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান ***

*** বন্যায় কোন দুর্ভোগ থাকবে না,কোন আতংক নয়-কুড়িগ্রামে ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান ***

মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধি:

‘কোন দুর্ভোগ থাকবে না, কোন আতংক থাকবে না, ভয়ের কোন কারণ নেই, এই পরিস্থিতির মোকাবেলা করার সক্ষমতা সরকারের আছে। বন্যা মোকাবেলায় ২২টি মন্ত্রণালয় একসাথে কাজ করছে। আমরা অতীতের অভিজ্ঞতা থেকে কাজ করছি। সবার আগেই ত্রাণ সামগ্রী পাঠিয়েছি আমরা’ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা ও কুড়িগ্রামে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান এমপি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, কুড়িগ্রামের দুর্ভোগ লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সরকারের সাথে বন্যা সহনীয় কুড়িগ্রাম জেলা গড়ার লক্ষ্যে এ জেলার সকল নদীর দুই তীরে বাধ নির্মাণ ও খননের মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। ১৬টি নদী জেলাবাসীর জন্য আর দু:খ নয়; আশির্বাদ হিসেবে কাজ করবে।’

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো: পনির উদ্দিন আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন প্রমুখ।

পরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় অগ্রগতি পর্যালোচনা করে তিনি তাৎক্ষণিকভাবে ৫শ’ মে.টন জিআর চাল, ১০ লাখ টাকা, ৪শ’ বান্ডিল ঢেউটিন, গৃহনির্মাণ বাবদ ১ কোটি ২০ লাখ টাকা, ২ হাজার প্যাকেট শুকনো খাবার, ১ হাজার দুর্যোগ সহনীয় ঘর তৈরী এবং ৩ মাসের জন্য ভিজিএফ চলমান রাখার নির্দেশ দেন।

এরপর প্রতিমন্ত্রী উলিপুরে এম এ মতিন কারিগরি কলেজ, চিলমারীতে ফুড গোডাউনে এবং রৌমারী ও চর রাজীবপুর উপজেলায় ত্রাণ বিতরণ করার পাশাপাশি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। সেখান থেকে তিনি স্পীডবোটে জামালপুরের উদ্দ্যেশে রওয়ানা দেন।

About admin

Check Also

কুড়িগ্রামে কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী দোলা গ্রেফতার

আতিকুর রহমান রানা , কুড়িগ্রাম প্রতিনিধি কেন্দ্রীয় ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সম্পাদক দোলনা …

পনের বছরেও তিস্তার একফোঁটা  পানি আনতে পারেনি আওয়ামী লীগ সরকার  —–মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া(রংপুর)খেকে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ …

চিলমারীতে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা যুব লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক সাধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *