শনিবার , মে ১৮ ২০২৪
Home / খেলা-ধুলা / রশিদ-নবীদের বিপক্ষে সাকিবদের অভিজ্ঞতায় আস্থা কোচের **

রশিদ-নবীদের বিপক্ষে সাকিবদের অভিজ্ঞতায় আস্থা কোচের **

এস আর শান্ত খান, ক্রীড়া প্রতিবেদকঃ

বাংলাদেশ দলের খেলার ধরণ সম্পর্কে এখনও পরিচিত হননি নতুন কোচ রাসেল ডমিঙ্গো। সাকিব আল হাসান এবং তার দল কেমন খেলেন সেটাই তাই দেখতে মুখিয়ে আছেন তিনি। দল নির্বাচক থেকে শুরু করে দলের ব্যাটিং অর্ডার বা বোলিং আক্রমণ সাজানো সবটাই আপাতত সাকিব আল হাসানের ওপর ছেড়ে দিয়েছেন ডমিঙ্গো। প্রথম ম্যাচটা তিনি চাপ ছাড়াই দেখবেন বলে উল্লেখ করেছেন।

বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়া দক্ষিণ আফ্রিকার সাবেক এই কোচ বলেন, ‘আফগানিস্তান কেবল তাদের টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু করেছে। জয় পেতে তাই মুখিয়ে থাকবে তারা। তারা এই কন্ডিশনটা (ভারতীয় উপমহাদেশের) ভালো বোঝে। বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে এটা তাদের সহায়তা করবে। আবার তারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায় গেলে বিপদে পড়বে। তারা সামনের ক’দিন আমাদের বিস্ময় উপহার দেওয়ার চেষ্টা করবে।’

আফগান স্পিনাররা বাংলাদেশ ব্যাটসম্যানদের ভালো পরীক্ষা নেবেন বলেই ধারণা কোচের। রশিদ খান-মোহাম্মদ নবীরা আন্তর্জাতিক মানের স্পিনার। তাদের স্পিন আক্রমণে যোগ হয়েছেন চায়নাম্যান জাহির খান। তিনিও বাংলাদেশ ব্যাটসম্যানদের পরীক্ষা ফেলবেন। তবে কোচ মনে করেন, বিপিএলে রশিদ খান-মোহাম্মদ নবীদের খেলার অভিজ্ঞতা কাজে দেবে বাংলাদেশের, ‘আফগান শিবিরে রশিদ খান-মোহাম্মদ নবীর মতো ম্যাচ উইনার আছে। তারা দারুণ বোলার। আমরা তাদের সম্মান করি। আবার তাদের বিপক্ষেই রান তোলা আমাদের লক্ষ্য।’

বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প নিয়ে সন্তুষ্ট রাসেল ডমিঙ্গো। এখন বাংলাদেশ দল নির্বাচক প্রক্রিয়া কেমন কাজ করে দেখতে মুখিয়ে আছেন তিনি, ‘বাংলাদেশের কোচ হয়ে এটা আমার প্রথম টেস্ট। দায়িত্ব নিয়েই পুরো প্রক্রিয়া পাল্টে ফেলানোর সিদ্ধান্ত ঠিক নয়। তারা কেমন ক্রিকেট খেলে সেটাই আগে আমি মনোযোগ দিয়ে দেখতে চাই। আমি বেশ নির্ভার। এখন সাকিব এবং বোর্ডের নির্বাচকরা আমার পরিকল্পনার পথ এঁকে দেবেন।’

About admin

Check Also

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ছবি প্রকাশ করেছে ফিফা

ফুটবল বিশ্বকাপে গোটা বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও কাঁপছে। আর সেই কাঁপুনি ভালোভাবেই টের পেয়েছে …

ক্যারিবীয় দ্বীপে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

ইতিহাসের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণ …

‘এই মুহূর্তে বাবর বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে পাকিস্তানকে পরাজয়ের মুখ থেকে রক্ষা করেন পাকিস্তানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *