মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ):বিশেষ প্রতিনিধি,
কিশোরগঞ্জের কৃতি সন্তান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করা হবে। নরসুন্দা নদীর সৌন্দর্য বর্ধনসহ ঢাকা-কিশোরগঞ্জের লাইনে নতুন করে ভালোমানের আন্তঃনগর ট্রেন চালু করারও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল ।
আজ শুক্রবার(১৩ সেপ্টম্ভর) সকালে কিশোরগঞ্জের কালেক্টরেট’র সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেল প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ আফজল, পৌর মেয়র মো. মাহমুদ পারভেজ , কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মশিউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম- আহবায়ক বিলকিছ বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মজিবুর রহমান বেলাল, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ফাতেমা জোহরা আক্তার প্রমুখ।
জেলা প্রশাসন ও সুশীল সমাজের লোকজনকে নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পৌঁছলে জেলা প্রশাসক ও সুশীল সমাজের লোকজন তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
প্রসঙ্গত, বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল মুক্তিযুদ্ধকালীন প্রবাসী মুজিব নগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছোটভাই মরহুম সৈয়দ ওয়াহিদুল ইসলামের কনিষ্ঠ মেয়ে সৈয়দা মোনালিসা শিলার স্বামী। আত্মীয়ের দিক দিয়ে তিনি প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভগ্নিপতি। এছাড়া বিসিবির ঢাকা বিভাগীয় পরিচালক ও কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র আপন ভগ্নিপতি মেহেরপুরের এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল।
চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার কিশোরগঞ্জ আসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল। সফরের দ্বিতীয় দিন সকালে তিনি এ মতবিনিময় সভায় মিলিত হন।
Home / জাতীয় / ঢাকা-কিশোরগঞ্জ রুটে ভালোমানের আন্তঃনগর ট্রেন চালু করা হবে- কিশোরগঞ্জে- জনপ্রশাসন প্রতিমন্ত্রী **
Check Also
সাবেক আইজিপি মামুন ও শহীদুলকে রিমান্ডে পাঠাল আদালত
সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন ও সাবেক আইজিপি শহীদুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালত …
২৯৭ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা
রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণকে হত্যার মামলায় ১২ সাংবাদিকসহ ২৯৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা …
দ্য গার্ডিয়ানের নিবন্ধ শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দোটানায় পড়েছে ভারত
অগাস্ট মাসের শুরুতে, যখন বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকারি দমনপীড়নের জেরে বাড়তে থাকে লাশের …