মঙ্গলবার , ডিসেম্বর ৫ ২০২৩
Home / সারা দেশ / লালমনিরহাটে জুয়া খেলার অপরাধে গোডাউন মালিকসহ ৯ জনের কারাদন্ড **

লালমনিরহাটে জুয়া খেলার অপরাধে গোডাউন মালিকসহ ৯ জনের কারাদন্ড **

সম্রাট সেলিম রংপুর ব্যুরোঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় জুয়া খেলার অপরাধে গোডাউন মালিককে ২৫ দিন এবং আট জনকে ২১দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
৩০ অক্টোবর রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার গোতামারী ইউনিয়নের গাওচুলকা গ্রামের মৃতঃসফর উদ্দিনের পুত্র আব্দুল হক (৩৭),একই ইউনিয়নের দইখাওয়া গ্রামের মৃতঃমফিজ উদ্দিনের পুত্র নুরুজ্জামান (৫৫), আবু তালেবের পুত্র মোনাব্বেরুল (৩০),মহির উদ্দিনের পুত্র মীর হোসেন(৪০),আমঝোল গ্রামের মৃতঃজব্বারের পুত্র লাভলু মিয়া(৩৫),একই গ্রামের খয়ের উদ্দিনের পুত্র আনোয়ারুল ইসলাম(৩৫),মোজাফ্ফর হোসেনের পুত্র আঃ রহিম(২৮),গাওচুলকা গ্রামের আবেদ আলীর পুত্র আবুল কালাম (৩০) ও উত্তর গোতামারী গ্রামের আছর উদ্দিনের পুত্র আজিজার রহমান(৫২)।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তারা গোপনে ওই গোডাউনে জুয়া খেলে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে এএসপি (প্রবি)সজিব ত্রিপুরা ও হাতীবান্ধা থানার ওসি(ভারপ্রাপ্ত) নজির হোসেন সঙ্গীয় র্ফোসসহ জুয়াড়ীদের আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন।
পরে  ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন আটককৃত গোডাউন মালিককে ২৫দিন এবং বাকি আট জনকে ২১ দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
 ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্তদের বৃহঃস্পতিবার সকালে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি(ভারপ্রাপ্ত) নজির হোসেন ।

About admin

Check Also

চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং-এর সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,চিলমারী,(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং সেন্টার (রংপুর)’র সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। …

১ ডিসেম্বর সুন্দরবনে বিজয় শোভাযাত্রা করবে বিএমএসএফ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও গৌরবময় বিজয় মাসের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরের ন্যায় এবছরও …

চিলমারীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঐতিহ্য ও গৌরবের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *