রবিবার , এপ্রিল ১৪ ২০২৪
Home / সারা দেশ / চিলমারীতে গুজবের ফাঁদে লবণ, ২ ঘন্টার ব্যবধানে কেজিতে ১০টাকা বৃদ্ধি **

চিলমারীতে গুজবের ফাঁদে লবণ, ২ ঘন্টার ব্যবধানে কেজিতে ১০টাকা বৃদ্ধি **

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে হঠাৎ লবণের মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ায় লবণ কেনার
হিড়িক পড়ে গেছে। মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে ও লোকমুখে লবণের দাম বাড়ছে এমন
গুজব রটে যায় । এর পরই ক্রেতারা অধিক পরিমাণে লবণ কিনতে শুরু করে। মুহুর্তের মধ্যে
উপজেলার প্রানকেন্দ্র থানাহাট বাজারসহ পাড়া-মহল্লার দোকানগুলোতেও লবণের বিক্রি
বেড়ে যায়। সরেজমিনে থানাহাট বাজার এলাকার দোকানগুলোতে লবণ কিনতে ক্রেতাদের
ভিড় লক্ষ করা যায়। ২ঘন্টার ব্যবধানে লবণের মূল্য কেজিতে ১০ টাকা বৃদ্ধি পায়। এসময়
থানাহাট বাজারস্থ অনিক ষ্টোরে ১৬ টাকার খোলা লবণ ২০টাকা ও ৩০টাকার প্যাকেট লবণ
৫০টাকা দরে বিক্রি করতে দেখা যায়। পার্শবর্তী রিতু ষ্টোরে খোলা লবণ ২০টাকা ও
প্যাকেট লবণ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। অনেকের হাতে দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত
লবণ কিনে বাসায় ফিরতে দেখা যায়।
স্থানীয় লবণ ব্যবসায়ী তপন কুমার বলেন, তারা স্বাভাবিক দামেই লবণ বিক্রি
করছেন,বাজারে লবণের কোনও ঘাটতি নেই। তিনি গুজবের খবর শুনেছেন। সামিউল আলম
সোহেল জানান, লবণের গুজব ছড়িয়ে পড়ায় হঠাৎ লবণের বিক্রি বেড়ে যায়। আমরা
প্যাকেটের গায়ে দেয়া মূল্যে লবণ বিক্রি করছি, লবণের কোন ঘাটতি নেই।
উপজেলা নির্বাহী অফিসার এ ডাব্লিউ এম রায়হান শাহ এর সাথে কথা হলে তিনি
বলেন, লবণের মূল্য বৃদ্ধির গুজব আমার কর্নগোছর হয়েছে বিষয়টি মনিটরিং করা হচ্ছে।

About admin

Check Also

চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে অসহায়, দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা …

চিলমারীতে বাংলাদেশ পুলিশের আয়োজনে গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আলমগীর হোসাইন, বাংলাদেশ পুলিশের আয়োজনে ও কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় পবিত্র রমজানে গরিব ও দুস্থদের …

ব্রাহ্মণবাড়িয়ায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভাই-বোন আটক

আমিনুল ইসলাম আহাদ, ব্রাহ্মণবাড়িয় থেকেঃ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্রাহ্মণবাড়য়িায় কানরে গোপন ডভিাইসসহ ভাই-বোনকে আটক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *