রবিবার , ডিসেম্বর ১০ ২০২৩
Home / খেলা-ধুলা / গোলাপি বলে বাংলাদেশের হতাশার একদিন **

গোলাপি বলে বাংলাদেশের হতাশার একদিন **

কলকাতায় ঐতিহাসিক গোলাপি বলের টেস্টের চার দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির দাবি এমনই। ইডেন গার্ডেনসে দিবা-রাত্রির টেস্টের প্রথম দিন গ্যালারি উপচে পড়া দর্শক তার প্রমাণও দেয়। কিন্তু গোলাপি বলের টেস্টের সেই উচ্ছ্বাস যেন প্রথম দিনই উবে গেছে। টস জিতে ব্যাট করা বাংলাদেশ ১০৬ রানে অলআউট হয়েছে। প্রথম দিনের প্রথম ইনিংসে ৭ উইকেট হাতে রেখে ৬৮ রানের লিড নিয়েছেন বিরাট কোহলিরা। টেস্টের ফলও যেন নিশ্চিত করে ফেলেছেন। এই টেস্ট তৃতীয় দিনেই শেষ হচ্ছে সেটাও জানিয়ে দিয়েছেন।

অথচ গোলাপি বলের এই টেস্ট নিয়ে বাংলাদেশ-ভারত দু’দেশেই চড়েছে উত্তেজনার পারদ। টি-২০ সিরিজ শেষ হবার আগেই শুরু হয়েছে গোলাপি বলের চ্যালেঞ্জ, ভয় কিংবা টেস্টের ভবিষ্যত নিয়ে গোলাপি বলের সম্ভাবনার কথা। টেস্টকে স্মরণীয় করতে সৌরভের আমন্ত্রণে বাংলাদেশ থেকে উড়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করেন টেস্টের নতুন দিগন্তের। দু’দেশের সাবেক তারকাদের ডেকে বিশেষ সম্মাননার ব্যবস্থাও করা হয়। স্টেডিয়াম, গ্যালারি থেকে কলকাতা শহর সাজানো হয় গোলাপি রঙয়ে। কিন্তু সব আয়োজন ছাড়িয়ে ম্যাচটাই তো আসল। সেখানে স্বাগতিক ভারতের একক আধিপত্য।

About admin

Check Also

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ছবি প্রকাশ করেছে ফিফা

ফুটবল বিশ্বকাপে গোটা বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও কাঁপছে। আর সেই কাঁপুনি ভালোভাবেই টের পেয়েছে …

ক্যারিবীয় দ্বীপে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

ইতিহাসের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণ …

‘এই মুহূর্তে বাবর বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে পাকিস্তানকে পরাজয়ের মুখ থেকে রক্ষা করেন পাকিস্তানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *