শনিবার , অক্টোবর ১৯ ২০২৪
Home / জাতীয় / বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস পালিত **

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস পালিত **

জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, প্রীতি ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন ভবনের সামনে ও হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়।  জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ এ সময় উপস্থিত ছিলেন।এ সময় প্রতিটি হলের প্রধ্যাক্ষ হলসমূহে অনুরূপভাবে পতাকা উত্তোলন করেন।  এরপর ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’র সমবেত হয়। সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

About admin

Check Also

সাবেক আইজিপি মামুন ও শহীদুলকে রিমান্ডে পাঠাল আদালত

সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন ও সাবেক আইজিপি শহীদুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালত …

২৯৭ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা

রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণকে হত্যার মামলায় ১২ সাংবাদিকসহ ২৯৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা …

দ্য গার্ডিয়ানের নিবন্ধ শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দোটানায় পড়েছে ভারত

অগাস্ট মাসের শুরুতে, যখন বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকারি দমনপীড়নের জেরে বাড়তে থাকে লাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *