
ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ায় এক বিশ্ববিদ্যালয় অধ্যাপককে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত।
শনিবার পাঞ্জাবের মুলতানের ওই অধ্যাপককে এ দণ্ড দেওয়া হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ২০১৩ সালের মার্চে গ্রেফতার করা হয় জুনায়েদ হাফিজকে (৩৩) নামের এই অধ্যাপককে।
রায়কে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ মন্তব্য করে হাফিজের আইনজীবী আসাদ জামাল বলেছেন, আমরা রায়ের বিরুদ্ধে আপিল করব।
শনিবার রায় ঘোষণা উপলক্ষে মুলতানের আদালত চত্বর ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মৃত্যুদণ্ড ঘোষণার পর পরই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সহকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে ব্লাসফেমি (ধর্ম অবমাননা) আইনে এর আগে ২০১৭ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয় এক ব্যক্তিকে।