শনিবার , অক্টোবর ১৯ ২০২৪
Home / সারা দেশ / কুড়িগ্রাম সওজ’র অবহেলায় নাগেশ্বরী শহীদ মিনার থকেে ডাকনিরপাট সড়কের বেহাল দশা *-*

কুড়িগ্রাম সওজ’র অবহেলায় নাগেশ্বরী শহীদ মিনার থকেে ডাকনিরপাট সড়কের বেহাল দশা *-*

 

মোঃ মজিবর রহমান,নাগেশ্বরী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী শহীদ মিনার থকেে ডাকনিরপাট হয়ে কালীগঞ্জ ঘাট ১৫কিলোমিটার সওজ সড়কের বেহাল অবস্থা। দুর্ভগের শিকার  জনসাধারণ। রাস্তার সবখানে বড় বড় অসংখ্য খানা খন্দক হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।  অন্ধকারে প্রায় সময়ে চলাচলও বন্ধ হয়ে যায়। এ সড়কটি র্দীঘ ৫-৭ বছরেও মেরামত না হওয়ায় চলাচলের অনুপযোগী। সরেজমিন ঘুরে দেখা গেছে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের হাইওয়ে রাস্তা নাগেশ্বরী শহীদ মিনার থকেে ডাকনিরপাট হয়ে কালীগঞ্জ ঘাট ১৫কিলোমিটার  রাস্তায় চলাচলের একেবারেই অনুপযোগী। এতটাই গর্ত ও খানাখন্দক আর দু পাড় ভাঙা যে চলাচল করাই দুস্কর। এতে করে ভোগান্তির শিকার হচ্ছে বাই সাইকেল, মোটর সাইকেল, রিকসা , অটো রিকশা, ইজি বাইক, পিকআপসহ ছোটবড় সকল যানবাহন চলাচলকারীরা। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘ।টনা। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। অথচ এ সড়কটি সংস্কারের জন্য ৫-৭ বছরেও ব্যবস্থা নেয়নি কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কংিবা সংশ্লষ্টি দপ্তর। হাশেম বাজার এলাকার মন্জুল হক ব্যাপারী, আব্দুল জলিল ব্যাপারী, আব্দুল করিম, আশরাফুল আলম জানায়, নুনখাওয়া, ভিতরবন্দ, কালীগঞ্জ, বল্লভেরখাস, নারায়নপুর ইউনিয়ন সমুহের হাজার হাজার মানুষ এ সওজ রাস্তা দিয়ে নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন কাজে আসে এবং রাস্তায় চলাচল করায় প্রতিদিন ঘটছে ছোটবড় র্দুঘটনা। যোগাযোগ ব্যবস্থার এমন বেহাল অবস্থা হলেও ৭ বছর থেকে কোন সংস্কার হয়নি। নাগেশ্বরী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহীদুল ইসলাম জানায়, রাস্তাটি খানাখন্দকে ভরা ও চলাচল করা অনুপযোগী। বন্যায় এ রাস্তার উপর দিয়ে তীব্রস্রোত পানি প্রবাহিত হওয়ায় অসংখ্য জায়গায় ভেঙ্গে খানা খন্দক ও বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে। রাস্তাটি জরুরী ভিত্তিতে পুর্ণ নির্মাণ অথবা সংস্কারের জন্য আহবান জানান। এ ব্যাপারে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বা হী প্রকৌশলী আলী নুরায়মে বলনে, কালীগঞ্জ ঘাট থেকে মন্নয়োরপাড় ব্রীজ পর্যন্ত সংস্কারের বরাদ্দ পেয়েছি এবং টেনাডার চলমান। ডাকনিরপাট থেকে নাগেশ্বরী শহীদ মিনার  র্পযন্ত সড়কে অনেক র্গত ও দু পাড় ভাঙা। আমরা প্রকল্পরে মাধ্যমে সংস্কারের জন্য বরাদ্দ চেয়েছি কিন্তুু এখনো বরাদ্দ পাওয়া যায়নি।

About admin

Check Also

কাউনিয়ায় ঘাস কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে দাত হারালেন মঞ্জিলা বেগম

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঘাস কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বেকী ও দা এর আঘাতে উপর পাটির …

কাউনিয়ায় কেন্দ্রীয় ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুছ বসুনিয়া : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত …

কাউনিয়ায় বিএনপির মতবিনিময় সভা  

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, কাউনিয়া (রংপুর) থেকে: কাউনিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে ৬ ইউনিয়নের বিএনপির নবগঠিত আহবায়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *