
রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ৭ দিনব্যাপী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক মুয়াল্লিমদের নিয়ে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় কুড়িগ্রাম জলিল বিড়ি ফ্যাক্টরী মোড়স্থ আলহাজ্ব আজিজুল হক নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় ৭দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আতাউর রহমান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ ক্বারী আব্দুল হক সাহেব দা.বা, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ হাফেজ ক্বারী মাওলানা আব্দুল কাদের, হাফেজ আব্দুল আজিজ বিন সিরাজ, কুড়িগ্রাম জেলা সভাপতি মুফতি ওসমান গনী, সম্পাদক হাফেজ আকরাম হুসাইন, সাংগাঠনিক সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম প্রমূখ।