শনিবার , অক্টোবর ১৯ ২০২৪
Home / আন্তর্জাতিক / থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোরদের উদ্ধারকারীর মৃত্যু **

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোরদের উদ্ধারকারীর মৃত্যু **

ফুটবল কোচসহ থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোরদের উদ্ধারকারী রয়াল থাই নৌবাহিনীর সদস্য বেয়ারেট বুরেক রক্ত সংক্রমণ রোগে মারা গেছেন।

গত ২৩ জুন থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি গুহায় প্রায় দু সপ্তাহ ধরে আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন বুরেক। তখনই তার রক্তে সংগ্রমণ ধরা পড়ে। খবর গার্ডিয়ানের

নৌ সদস্য বেয়ারেট বুরেককে শুক্রবার দক্ষিণ থাইল্যান্ডের সাতুন প্রদেশের তালোসাই মসজিদের সামনে দাফন করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম তার মায়ের বরাত দিয়ে জানিয়েছে, গুহায় উদ্ধার অভিযানে অংশ নেওয়ার পর থেকেই তার ছেলে হাসপাতালে ভর্তি ছিল।

এর আগে কিশোরদের উদ্ধার করতে গিয়ে মারা গিয়েছিলেন নৌবাহিনীর ডুবুরি লেফটেন্যান্ট কমান্ডার সামান কুমান।

থাইল্যান্ডের উত্তরে চিয়াং রাই এলাকার থাম লুয়াং গুহায় বেড়াতে গিয়ে গত ২৩ জুন নিখোঁজ হয় দেশটির ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। একটি প্রশিক্ষণ পর্বে অংশ নেওয়ার পর তারা ওই গুহার ভেতর প্রবেশ করে। এরপর শুরু হয় একটানা ভারী বর্ষণ। বর্ষার পানি আর কাদায় বন্ধ হয়ে যায় গুহার প্রবেশমুখ। ভেতরে আটকা পড়ে ১৩ জনের দলটি।  আটকে পড়ার নয় দিনের পর সন্ধান মেলে দলটির।

About admin

Check Also

শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রের বরাতে এই তথ্য …

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট কানে …

অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উ.কোরিয়ার

উত্তর কোরিয়া কমপক্ষে একটি ‘অজানা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়ে দক্ষিণ কোরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *