![](http://www.channel69.tv/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মাহফুজার রহমান মাহফুজ,ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে গরীব ও অসহায় মানুষ।গত কয়েকদিনের হাড় কাপানো ঠান্ডায় সীমাহীন দুর্দশায় দিন কাঠছে অসহায় মানুষদের।ঠান্ডার হাত থেকে মুক্তি পেতে যে পরিমান পোষাকের প্রয়োজন অনেকেরই তাও নেই। এ সব অসহায় মানুষের পাশে দাড়ালো কুড়িগ্রাম জেলা পরিষদ। কুড়িগ্রামের ফুলবাড়ীতে আজ ২ জানুয়ারি ২০২০ ইং জেলা পরিষদের ১০০ টি কম্বল,৩০টি চাদর ও ব্যক্তিগত অর্থায়নে আরও ২০টি কম্বল বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য জনাব আহাম্মদ আলী পোদ্দার রতন।
তিনি আজ বিকাল ৪ ঘটিকায় তার নিজ বাসভবনে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও চাদর গুলো বিতরণ করেন। এ সময় তিনি সামর্থবান সকলকে গরীব অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার অাহ্বান জানান।