
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামে বাড়ীর লোকজনকে অচেতন করে গত শুক্রবার রাতে গৃহকর্তা স্বপন সরকার তার স্ত্রী ও কন্যাসহ চা খেয়ে অসুস্থ্যতা অনুভব করে ঘুমিয়ে পড়েন। রাতের আধারে চোরাকারবারির দল গৃহকর্তার ছোট ভাই রতনের দরজার ছিটকিনি ভেঙ্গে ঘরে প্রবেশ করে ১২ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৩৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে জানায় পরিবারটি।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তদন্ত চলছে।