বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

Headline :
চিলমারীতে নাশকতার অভিযোগে গ্রেফতার- ৪ চিলমারীতে ৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী আটক কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি দুর্জয় গ্রেফতার চিলমারী সরকারী কলেজে নতুন অধ্যক্ষর যোগদান নৌডাকাতি রোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজিবপুরে মুখে কালো কাপড় বেঁধে ইসরাইলের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ গাজায় গণহত্যা বন্ধের দাবীতে কাউনিয়ায় মুখে কালো পতাকা ধারণ করে বিক্ষোভ মিছিল গাজায় গণহত্যার প্রতিবাদে চিলমারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল চিলমারী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়ারি গ্রেফতার  চিলমারীতে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫  পালিত

ইভিএম নিয়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট: সিইসি

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ভালো প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেন,  ‘আমরা ইভিএম নিয়ে পুরোপুরি সন্তুষ্ট রয়েছি। প্রথমবার (জাতীয় সংসদ নির্বাচনে) ইভিএমে অনেক ত্রুটি ছিল। এরপর সেগুলো সংশোধন করে আমরা প্রস্তুতি নিয়েছি।’

আজ বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত ‘ইভিএমে মক ভোটদান প্রদর্শনী অনুষ্ঠান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘আমাদের কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী ইভিএম দেখভাল করেন। এবার আমরা আগে ভুলগুলো সংশোধন করে দক্ষতার সঙ্গে প্রস্তুতি নিয়েছি।’

বিভিন্ন মহলে ইভিএম নিয়ে প্রশ্ন উঠেছে এবং ইভিএম এ সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কাও রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে নূরুল হুদা বলেন, ‘আমরা পুরোপুরি সন্তুষ্ট। কারণ ভোটাররা এর মাধ্যমে ভোট দিতে পারছে। তারা ভোট দেওয়ার একটা সহজ পদ্ধতি খুঁজে পেয়েছে। যারা ভোট পরিচালনা করছেন, তারাও বলছেন, এটি একটি সহজ পদ্ধতি। তবে যেহেতু এটি একটি নতুন প্রযুক্তি, তার জন্য মানুষের সন্দেহও থাকে। এতে তারা অভ্যস্ত হয়ে গেলে তখন সহজ হয়ে যাবে। যেকোনও নতুন বিষয় এলে বুঝতে একটু কষ্ট হয়। আজ যারা ভোট দিতে এসেছেন, তারা খুবই সন্তুষ্ট হয়েছেন। প্রচারটা হবে মানুষের ব্যবহারের ওপর।’

ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে নূরুল হুদা বলেন, ‘ভোট দেওয়ার পদ্ধতি বিলবোর্ড, সিনেমা হল, মসজিদ, বণিক সমিতি, মহল্লার বিভিন্ন সোসাইটিসহ সবখানেই ব্যাপক প্রচার চালানো হচ্ছে। লিপলেট বিতরণ করা হচ্ছে। এর বাইরে মিডিয়ায়ও অনেক প্রচার হয়েছে। লিফলেটটা যদি একজন শিক্ষিত লোক দেখেন, তিনি বুঝতে পারবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *