চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের উদ্যোগে বসন্ত বরণ অনুষ্ঠান করা হয়েছে। শনিবার দুপুরে বসন্ত বরণ অনুষ্ঠানের মঞ্চো উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এ ডবিøউ এম রায়হান শাহ,উপাধ্যক্ষ মোছাঃ নাছিমা রব্বানী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, চিলমারী মডেল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম,চিলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিক ইকবাল লেনিন, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ,গোলাম মাহবুব, মামুন অর রশিদ, আঃ রহমান প্রমুখ। পরে দিনব্যাপী কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় বসন্তের গান, অভিনয়, নাটিকা,নৃত্য ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়। এসময় মঞ্চে উঠে উপজেলা
নির্বাহী অফিসার এ ডবিøউ এম রায়হান শাহ দুটি গান পরিবেশন করে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেন।
৪
