সিরাজগঞ্জে বাসচাপায় মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের এক শিক্ষার্থীসহ দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দের ঢাকা-রাজশাহী মহাসড়কের মফিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার মো. কামরুজ্জামানের ছেলে সিরাজগঞ্জ মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী মিরাজ উদ্দিন (২২) এবং তার চাচাতো ভাই আব্দুর রহমানের ছেলে হাসিনুর রহমান (২৫)।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগদানে মিরাজ ও তার চাচাতো ভাই হাসিনুর মোটরসাইকেলযোগে দিনাজপুর চিরিরবন্দর যাচ্ছিল। পথে সিরাজগঞ্জের মফিজ মোড়ে অজ্ঞাত একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দু’জন মারা যায়।