
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে গ্রামীণ ব্যাংক থানাহাট চিলমারী শাখার পক্ষ থেকে সংগ্রামী(ভিক্ষুক) সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার গ্রামীণ ব্যাংক থানাহাট চিলমারী শাখার ব্যবস্থাপক তাপস চন্দ্র সরকার, ২য় কর্মকর্তা নাজমুল হাসান ও কর্মচারী সমিতির এরিয়া সভাপতি জাহিদ হাসান জয়নাল ব্যাংকের ২০ সংগ্রামী(ভিক্ষুক) সদস্যের বাড়ীতে গিয়ে প্যাকেজ ত্রাণ সামগ্রী প্রদান করেন। প্যাকেজ ত্রাণে চাল ৩০ কেজি, ডাল ৪ কেজি,তেল ২লিটার,সাবান ৪টি, লবণ ২ কেজি, পেয়াজ ৫ কেজি, আলু ৮ কেজি,সোলা ১ কেজি, চিনি ১ কেজি ও নগদ ৬০০ টাকা মিলে মোট ৩হাজার ২০০ টাকার ত্রাণ রয়েছে। করোনা পরিস্থিতিতে ভিক্ষুক সদস্যদের বাড়ীর বাইরে ভিক্ষা করতে না যাওয়ায় উদ্বুদ্ধ করনের লক্ষে এ ত্রাণ বিতরণ করা হয়।