
চিলমারী প্রতিনিধিঃঃ
অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। গত দু-একদিনের বৃষ্টিতে এমন দৃশ্যই দেখা দিয়েছে কুড়িগ্রামের চিলমারীর থানাহাট বাজার থেকে পোস্ট অফিস যাওয়ার রাস্তা।
থানাহাট বাজারের ব্যস্ততম একটি রাস্তা। প্রতিদিন প্রায় ২০ হাজার লোকের যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। অথচ এই রাস্তা দিয়েই উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের বাড়িসহ উপজেলা আওয়ামী লীগ এর কার্যালয় এবং উপজেলা পোষ্ট অফিস ।
রাস্তার পাশেই আছে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা। কিন্তু ড্রেনের সঠিক পরিচর্যার অভাবে তৈরি হয়েছে এই জলাবদ্ধতা।
অপর দিকে বাজার থেকে সবুজ পাড়া, কলেজ মোড় যাওয়ার রাস্তায় একই চিত্র।
এবিষয়ে কয়েকজন পথচারী বলেন, অল্প বৃষ্টিতেই রাস্তার এই অবস্থা, এখন রাস্তা দিয়ে ভালো ভাবে চলাচল করতে পারছি না।
অপর দিকে এক ব্যবসায়ী বলেন, রাস্তায় পানি জমে থাকায় আমাদের ব্যবসায় নেগেটিভ প্রভাব ফেলেছে।পানির জন্যে অনেকেই আসছে না দোকানে।