
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ‘বীর বিক্রম পাড়া’ নামে একটি পাড়ার নামকরণের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা শহরের পোষ্ট অফিস সংলগ্ন রাস্তায় ব্যানার লাগিয়ে এ পাড়ার নামকরণের উদ্বোধন করা হয়। উদ্বোধন পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম।
উপজেলা আ’লীগ যুগ্ন সাধারন সম্পাদক আবু হানিফা রঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু,থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মনিরুল আলাম লিটু,মামুন অর রশিদ প্রমুখ।
পরে লাল ফিতা কেটে ‘বীর বিক্রম পাড়া’ নামকরনের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।
উল্লেখ্য,স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম এর নামে প্রায় ৩কিলোমিটার এলাকাজুড়ে ‘একটি পাড়াকে বীরবিক্রম পাড়া’ নামকরণ করা হয়। যার পরিধি ১.পোষ্ট অফিস মোড় থেকে আ’লীগ কার্যালয় পর্যন্ত ২.পোষ্ট অফিস মোড় থেকে কলেজ মোড় হয়ে হাফিজুরের গ্যারেজ পর্যন্ত ৩.রিন্তু ডেকোরেটর থেকে ফারুক উকিলের বাড়ী হয়ে আঙ্গুরের দোকান পর্যন্ত রাস্তা তিনটির দুই পার্শের বাড়ীসমুহ।