শনিবার , জুলাই ২০ ২০২৪

আজ থেকে শত বর্ষ পরে(দ্বিতীয় অংশ)
                                            তুলোশী চক্রবর্তী
                                             ____________
আজ হতে শত বর্ষ পর
খুঁজে পাওয়া দুস্কর প্রকৃত সুখী দম্পতির ঘর,
হরিনাম মানুষ আর করবেনা শ্রবন
অশ্লীল ভাষায় রবে পূর্ণ বদন,
সত্য কথা আর তো যাবে নাকো শুোনা
প্রিয়জনদের সঙ্গেও চলবে রক্তাক্ত ছলনা,
কেবা ছেলে কেবা মেয়ে চিনা না যায়
কতো ঘরে শশুড় শাশুড়ি দাস দাসী সম, হায়!
নিজ ঘরে থাকতে স্বামী স্ত্রী তবু অন্য জনে খোঁজে
কতো শশুড় আবার পুত্রবধূ সঙ্গে নাকি কামেতে মজে,
তবে বলুন থাকবেকি পরিচয় ?কে কার পিতামাতা কিংবা মেয়েছেলে?
কেউ আবার ধনী হবে সন্তান বিক্রির ফলে,
আজ থেকে শত বর্ষ পরে
পৃথিবী যাবেই অমানুষে ভরে।

About admin

Check Also

(উনিশে মে নিয়ে লেখা)  মাতৃভাষা ভারত পশ্চিমবঙ্গ কোচবিহার                  তুলোশী …

(গান) না-না-না তুলোশী চক্রবর্তী ____________ না-না-না,মিটে না গো মিটে না তারে দেখার সাধ আমার মিটেনা, …

নববর্ষে আজ সারাদিন-নাদিয়া ইসলাম

কবিতার নাম:নববর্ষে আজ সারাদিন চৈত্র শেষে বৈশাখ এল, কালবৈশাখী ঝড় এসে সব লন্ডভন্ড করলো। কালো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *